৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১ | Class 8 Assignment 2021

সকল সপ্তাহের অষ্টম শ্রেণীর এ্যাসাইনমেন্ট ২০২১ | ৮ম শ্রেণির এসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd -এর প্রকাশ করা হয়েছে । আগামী ২০ মার্চ ২০২১ তারিখ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া কার্যকর হবে। ১ম সপ্তাহ ৮ম শ্রেণি বাংলা এসাইনমেন্ট ২০২১ । Class 8 Assignment Question and Answer 2021. Class 8 Bangla Assignment Answer 2021.

এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ গদ্য (গল্প)
বিষয়বস্তুঃ পড়ে পওয়া- বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ফেস-স্টাডিঃ রিনা ও মলি স্কুলে নতুন বি আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুল মাঠে একটি দামি মোবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। তারা সিদ্ধান্ত নেয় যে, ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দিবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে, সেই ধাপসমূহের বর্ণনা ।

৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১

মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার বিভিন্ন ধাপসমূহের নিম্নে তুলে ধরা হলো-

প্রথম ধাপ : স্কুলের যদি প্রচারণার জন্য মাইক থাকে তাহলে সেই মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে হবে- ‘একটি হারানো বিজ্ঞপ্তি, স্কুলের মাঠে একটি ফোন পাওয়া গিয়েছে। যথাযথ তথ্য সাপেক্ষে স্কুলের অফিস কক্ষ থেকে ইহার মালিককে ফোনটি গ্রহণ করার জন্য বলা যাচ্ছে।’ আর যদি মাইক না থাকে তাহলে সবার উদ্দেশ্যে তা উচ্চকণ্ঠে বলতে হবে।

দ্বিতীয় ধাপ : প্রত্যেক ক্লাস রুমে গিয়ে বলতে হবে- ‘আমরা একটি ফোন পেয়েছি। কারো ফোন হারিয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যথাযথ তথ্য সাপেক্ষে ইহার মালিককে ফোনটি দেওয়া হবে।’

তৃতীয় ধাপ : জানানো যে, “আমরা একটি ফোন পেয়েছি। কেউ ফোন খুঁজলে আমাদের কথা বলবেন যে, আমরা ফোনটি পেয়েছি। যথাযথ তথ্য সাপেক্ষে তাকে আমরা ফোনটি দিয়ে দিব।

চতুর্থ ধাপ : ফোনের নম্বর বের করে তার ফোনের মালিক। নিকটতম লোকের নম্বর বের করে তাকে ফোন দিয়ে জানতে হবে যে, ‘এই ফোনটি কার তার সঠিক পরিচয় নেওয়া।

পঞ্চম ধাপ : এলাকার দেওয়ালে পোস্টার মেরে মানুষকে জানিয়ে দেওয়া যে, ‘একটি ফোন পাওয়া গিয়েছে। যথাযথ তথ্য সাপেক্ষে ফোনটির মালিককে ফোনটি দেওয়া হবে।

ষষ্ঠ ধাপ : প্রধান শিক্ষককের কাছে ফোনটি জমা দেওয়া এবং স্যারকে বলা যে, আমরা এটি কুড়িয়ে পেয়েছি। কেউ খোঁজ করলে যাচাই করে ফোনের মালিককে দয়া করে ফোনটি দিয়ে দিবেন।

সপ্তম ধাপ : ফোনটি নিকটতম থানায় জমা দেওয়া। যাতে তারা আসল মালিককে সনাক্ত করে ফোনটি দিয়ে দিতে পারে।

আসল মালিক চেনার জন্য তাকে কয়েকটি প্রশ্ন করতে হবে। যথা-

মোবাইল ফোনটি কোন রঙের?
ফোনটি কোন মডেলের?
ফোনে থাকা সিমের নম্বরটা বলেন?

এই প্রশ্নগুলের সঠিক উত্তর দিতে পারলে তাকে ফোনটি দিয়ে দেওয়া যাবে।

সতর্কতা: এটি ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ১ম সপ্তাহের একটি নমূনা উত্তর। এখান থেকে ধারণা নিয়ে প্রিয় শিক্ষার্থী, আপনি নিজের মত করে লিখে এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যথা সময়ে জমা দিবেন। অনুগ্রহপূর্বক হুহহু লিখবেন না। এই উত্তর শুধু মাত্র একটি নমূনা উত্তর। করোনাকালে সুস্থ থাকুন এই কামনা। ধন্যবাদ।

পৃথিবীতে আমার ভর ৫০ কেজি। চাঁদে আমার ওজন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর?

২. পৃথিবীতে আমার ভর ৫০ কেজি। চাঁদে আমার ওজন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর?

পৃথিবীতে আমার ভর ৫০ কেজি। চাঁদে আমার ওজন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হলো:
বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে এর ভর। ভর হচ্ছে একটি ধ্রুবক রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। অর্থাৎ, পৃথিবীতে আমার ভর ৫০ কেজি হলে চাঁদেও ভর ৫০ কেজিই থাকবে।

বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয়। কোন বস্তুর ওজন থাকতে পারে আবার নাও থাকতে পারে। যেহেতু, বস্তুর ভর একটি ধ্রুব রাশি; সুতরাং বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে। যেসব কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়।

ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে। চাঁদের অভিকর্ষজনিত ত্বরণের মান পৃথিবীর প্রায় ১/৬ ভাগ। তাই, পৃথিবীতে আমার ভর ৫০ কেজি হলেও চাঁদে আমার ওজন কমে যাবে।

বি.দ্রঃ চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় ১.৬৩ নিউটন (N)

৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট ৫ম সপ্তাহ | Class 8 Science Assignment 5 Week

৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট ৫ম সপ্তাহ | Class 8 Science Assignment 5 Week

১) এন্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কি বলে?

উত্তরঃ এন্টিবায়োটিক হচ্ছে এক প্রকার সাসপেনসন। সাসপেনসন হচ্ছে সেই দ্রবন যেখানে দ্রাবকে দ্রবগুলো সম্পূর্ণ রুপে দ্রবীভূত হয়না, আবার অদ্রবণীয়ও থাকেনা।

অর্থাৎ আংশিক দ্রবীভূত অবস্থায় থাকে। এই দ্রবনকে রেখে দিলে তলায় আংশিক তলানি জমে কিন্ত তা দ্রাবক থেকে পৃথক হয়ে তিথিয়ে পড়েনা।

এন্টিবায়োটিক ওষধ অনেকক্ষন এভাবে স্থির থাকলে তাই দ্রবের আংশিক তলানি জমে বলে তা সেবনের পূর্বে ভালভাবে ঝাকিয়ে খেতে হয়। ঝাকানির ফলে সকল উপাদানগুলো আবারও দ্রাবকের সাথে সমসত্বভাবে মিশে অধিক কার্যকারী হয়।

২) দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা কর।

উত্তরঃ দুধ একটি কলয়েড জাতীয় মিশ্রণ। কলয়েড হল যে সকল তরল পদার্থের মধ্যে অদ্রবণীয় পদার্থের ক্ষুদ্রতম কণা গুলো প্রায় সর্বত্র বিরাজমান থাকে। পানির মধ্যে চর্বি অদ্রবণীয় ফলে পানির মধ্যে চর্বি ভেসে থাকার কথা কিন্তু কলয়েড জাতীয় পদার্থের ধর্ম এমন যে তাদের উপাদানগুলো মিশ্রণে সর্বত্র বিরাজমান থাকে ।

দুধের মধ্যে পানি ও চর্বি থাকা সত্ত্বেও পানিতে চর্বি ভাসমান থাকে না। সুতরাং বলা যায় দুধ একটি কলয়েড জাতীয় মিশ্রণ।

বিজ্ঞান এসাইনমেন্ট লিভার

বিজ্ঞান এসাইনমেন্ট লিভার