একবিংশ শতাব্দীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার বিজ্ঞান শিক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্ক


বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, মানুষের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ সৃষ্টিই হল শিক্ষা। আর যে শিক্ষা বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে টিকে থাকার জন্য সহায়তা করবে সেটিই হল টেকসই শিক্ষা। আর টেকসই উন্নয়ন ও একবিংশ শতাব্দীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিজ্ঞান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ স্টেম সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এক ওয়েবিনারে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্টেম সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ড. নাজমুল কায়েস।
বাংলাদেশ স্টেম সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এই ওয়েবিনারে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রফেসর ড. আল-নকীব চৌধুরী, সাবেক উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এসময় প্রফেসর ড. আল-নকীব চৌধুরী বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দক্ষ মানবশক্তি তৈরির বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে ড. মো. খোরশেদ আলম বলেন, প্রয়োজনই মানুষকে নতুন কিছু উদ্ভাবনের তাগিদ দেয়। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই অতীতের মতো বর্তমানের করোনা মহামারী থেকে মানবজাতি রক্ষা করবে নিজেদেরকে।
ওয়েবিনারে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের ৪ জন স্বনামধন্য প্রফেসর ও গবেষক আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবন নিয়ে তাঁদের গবেষণাকর্ম উপস্থাপন করেন।

দক্ষিণ কোরিয়া থেকে ‘সিজং বিশ্ববিদ্যালয়ের’ প্রফেসর এস এম রিয়াজুল ইসলাম প্রযুক্তি ব্যবহার করে অনলাইন শিক্ষাকে কিভাবে কার্যকরী করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

আমেরিকার ‘লুসিয়ানা স্টেট ইউনিভার্সিটির’ ড. নূরে আলম সিদ্দিকী কোভিড-১৯ গবেষণা নিয়ে আলোচনা করেন। ইউনিভার্সিটি অফ কেবাসাং মালয়েশিয়া থেকে প্রফেসর ড. আখতারুজ্জামান সোলার সেল গবেষণার বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন। বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের পরিচালক ড. শাকিলুর রহমান রেডিওথেরাপি ও ক্যান্সার চিকিৎসা এবং বাংলাদেশের বাস্তবতা নিয়ে আলোচনা করেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ উদ্ভোধন করলেন ববি উপাচার্য

 

ববি টুডে


বরিশাল বিশ্ববিদ্যালয়ের নব-নির্মিত কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম আজ বাদ আসরে নামাজ আদায়ের মাধ্যমে উদ্ভোধন হয়েছে । মসজিদ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, দপ্তরপ্রধান, কর্মকর্তা, কর্মচারি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় মুসুল্লীসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং মসজিদ নির্মানকারি প্রতিষ্ঠানের ঠিকাদার উপস্থিত ছিলেন।

নবনির্মিত মসজিদে নামাজ আদায়ের পর উপাচার্য বঙ্গবন্ধু কে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় জাতির পিতার স্বপ্নের একটি বিশ্ববিদ্যালয়, জাতির পিতার এ স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন।

উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৭৫’র ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, “২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতকরণ এবং এর সাথে সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনেরও দাবি জানান”।উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

আরও পড়ুনবন্যায় প্লাবিত স্কুল মাঠে নৌকা বাইচ!

প্রসঙ্গত, আধুনিক স্থাপত্য শৈলীর দৃষ্টিনন্দন কারুকার্য খচিত তিনতলা বিশিষ্ট এ মসজিদটিতে একসাথে ২৫০০ জন মুসুল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটি নির্মানে ব্যয় হয়েছে প্রায় সাত কোটি টাকা হয়েছে। কেন্দ্রীয় এ মসজিদটির নির্মান কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারি মাসে।

বরিশাল বিশ্ববিদ্যালয় : ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় মসজিদের উদ্বোধন আজ

ববি টুডে


বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম আজ শুক্রবার বাদ আসর নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে। আজ বাদ আসর ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে বলে জানা যায় ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন এবং ২১ আগস্ট স্মরণে আয়োজিত দোয়া ও মােনাজাত উপস্তিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মাে. ছাদেকুল আরেফিন।

আরও পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠান এখনো খোলার মতো পরিবেশ হয়নি: শিক্ষামন্ত্রী

উল্লেখ্য, প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট অত্যাধুনিক এ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৮ সালের জানুয়ারি মাসে।

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের শাস্তি ও বিচারের আওতায় আনতে হবে : ববি উপাচার্য

ববি ডেস্ক


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকাল ১০টায় ববি (বরিশাল বিশ্ববিদ্যালয়) প্রাঙ্গনে স্থাপিত ঐতিহাসিক ৬ দফার ইতিহাস সম্বলিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপস্থিত সকলে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

এসময় বঙ্গবন্ধুর পলাতক খুনীদের প্রত্যেকের শাস্তি নিশ্চিকরণ ও তাদের কুশীলবদের বিচারের আওতায় আনার আহবান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন । বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর এক প্রতিক্রিয়ায় উপাচার্য এ আহবান জানান।

আরও পড়ুনবশেমুরবিপ্রবি :কম্পিউটার চুরির অভিযোগে যুবলীগ নেতা বহিষ্কার
এসময় উপাচার্য আরোও বলেন, জাতির পিতাকে হারানোর এ শোক অপূরণীয়, কিন্তু আমাদেরকে থেমে থাকলে চলবেনা। জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে আমাদের সকলকে সততা ও নিষ্ঠার সহিত কাজ করে যেতে হবে। আর তাহলেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

উপাচার্য মহোদয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের যেসকল সদস্য ১৫ আগস্টে শাহাদাৎ বরণ করেছেন তাঁদের সকলের রূহের মাগফিরাত কমনা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনমেয়াদ উত্তীর্ণ হলো শেকৃবির উপাচার্য ও কোষাধ্যক্ষের

এদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং কালো পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলণ করা হয়।

উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের পরপরই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল প্রশাসন এবং ববিতে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন উত্তরাধিকার পুষ্পস্তবক অর্পণে অংশ নেয় ।

আরও পড়ুনতারুণ্যের ভাবনা: বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ
এদিকে সকাল ১০.৩০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নেন উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন সহ অন্যান্যরা। জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রত্যুষ থেকেই পবিত্র কুরআন খতম এর আয়োজন করা হয় এবং সকাল ১১ টায় মন্দিরে বিশেষ প্রার্থনা সভাও অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ১১.৩০ মি জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওয়েবিনার আয়োজন করে। উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল খালেক।

ববি: আবাসিক সংকটে শিক্ষার্থীরা, ৬০% ভাড়া মওকুফের দাবি

ববি প্রতিনিধি: দেশের করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে গত ১৭ মার্চ থেকে বন্ধ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৮ হাজার শিক্ষার্থীর মধ্যে তিনটি হলে আবাসিক সুবিধা পান মাত্র ২ হাজারের মতো শিক্ষার্থী। বেশিরভাগ শিক্ষার্থীকেই বাধ্য হয়ে মেসে থাকতে হয়।

তবে এই সঙ্কটকালীন নানামূখী সমস্যায় পড়ে তারা পরিশোধ করতে পারছে না মেসের ভাড়া। মেস মালিকদের নিয়মিত চাপ প্রয়োগ, এমনকি হুমকির সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা।

তাদের দাবি, সম্পূর্ণ না হলেও অন্তত মূল ভাড়ার ৬০ শতাংশ মওকুফের ব্যবস্থা করলে কিছুটা সহনীয় হয়। এছাড়া এ বিষয়ে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কিছু প্রণোদনা দিলেও চাপ মুক্ত হবেন আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুনিয়া জানিয়েছেন, বর্তমান করোনা প‌রি‌স্থি‌তি‌তে সক‌লেই ভয়াবহ অবস্থার মধ্য দিন পার কর‌ছে৷ এই প্রতিকূল অবস্থ‌ায় ও মেসের ভাড়া নি‌য়ে চিন্তা কর‌তে হ‌চ্ছে আমাদের৷ আম‌দের বে‌শিরভাগই নিম্ন-মধ্য‌বিত্ত পরিবারের৷ কৃ‌ষিকাজ বা দৈন‌ন্দিন কাজ ক‌রে জীবন চালায়৷ খুব কষ্ট ক‌রে ছে‌লে-মে‌য়ের খরচ বহন ক‌রে৷ এখন সকল আয়ের পথও বন্ধ৷ ‌কো‌নোরকম দিনা‌তিপাত কর‌ছে সবাই৷ এমতাবস্থায় মেস ভড়া দেওয়া আমাদের পক্ষে সম্ভব হ‌চ্ছে না। তিনি আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৬০ শতাংশ ভাড়া মওকুফ করার দা‌বি জানা‌চ্ছি।

ববির আইন বিভাগের শিক্ষার্থী সুজন মিয়া বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিম্নমূখী। আমরা যারা পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করি তাদের মধ্যে সিংহভাগই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই কর্মহীন অবস্থায় পরিবারের আহার জোগানো যেখানে কষ্টকর সেখানে বাড়িওয়ালাদের বাসা বাড়ার চাপ আরও কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলিসা মুনতাজ বলেন, “দীর্ঘ প্রায় ৩ মাস করোনা পরিস্থিতির দরুণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। অনেকেই দীর্ঘ লকডাউনে হারিয়েছেন তাদের টিউশনি। এমনতাবস্থায় যারা মেসে থাকেন সেসব শিক্ষার্থীদের মেসের পুরো ভাড়াসহ যাবতীয় খরচ বহন করতে হচ্ছে- যেটা অনেকের জন্যে ভয়াবহ কষ্টের। অনেককে বাসা ছাড়ার হুমকি দেয়া হচ্ছে, জিনিসপত্র ফেলে দেয়ার হুমকি অব্দি আসছে। এ অবস্থাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘করোনাকালীন মেস ভাড়া সংকট নিরসনে রাষ্ট্রীয় বরাদ্দ চাই’ নাম দিয়ে ইভেন্ট খুলে আমরা ভার্চুয়ালি আমাদের দাবিদাওয়া জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।”

বাড়ির মালিকদের সাথে যোগাযোগ করে জানা যায়, স্থানীয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোন লিখিত নোটিশ তারা পাননি।

প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের প্রতি বাড়িওয়ালাদের মানবিক আচারণ করা উচিত। তিনি আরও জানান, কোন শিক্ষার্থী হুমকি বা চাপ প্রয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব‍্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা করবে।

উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিষয়টি অত‍্যন্ত মানবিক। সংশ্লিষ্ট মেস ও বাড়ির মালিকদের প্রতি শিক্ষার্থীদের বাড়ি ভাড়ার বিষয়টি মানবিক ও সহানুভূতিপূর্ণ দৃষ্টিতে দেখার আহ্বান জানাই।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মাসুম, ববি প্রতিনিধি


বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থপন করেন, সেই থেকে দিনটি বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো: ছাদেকুল আরেফিন। এছাড়াও এদিন দিবসটি বরণ করে নিতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় নানা কর্মসূচি।

এরপর উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে সব সময় থাকা কথা জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. ডিল আফরোজা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. ডিল আফরোজা বেগম, বরিশালের বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী, বরিশাল শিক্ষা বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. ইউনুস, ববির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন সহ প্রমুখ।

এদিন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে অন্যরকম আনন্দ উৎচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিকে একটি আদর্শ ও গবেষণা উপযোগী; আধুনিক সকল সুযোগ- সুবিধা ও যুগোপযোগী করে তোলার আশা ব্যক্ত করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় উপলক্ষে দেওয়া বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, “বিশ্ববিদ্যালয়কে গবেষণার জন্য উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীদের সুবিধার্থে ও শিক্ষার মান উন্নয়নে সব ধরনের ব্যাবস্থা গ্রহনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে।

এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য যা দরকার সে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্তমানে শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৭ হাজার। বিশ্ববিদ্যালয়ে ৬ অনুষদে বর্তমানে ২৪টি বিভাগ রয়েছে ।

ধর্ষক আমিনকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

মাসুম, ববি প্রতিনিধি


বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ধর্ষক বনি আমিনকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা এবং দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারন শিক্ষার্থীরা।

কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের মামলার আসামী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইস্যু ক্লার্ক বনী আমিনকে ঘটনার ৪ দিন পরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সাম‌নে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়‌কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বনি আমিনকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনাসহ তাকে দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতকরণের দাবি জানান।

পাশাপাশি ১৭ বছর বয়সী ওই কলেজ ছাত্রীর সাথে ঘটা ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বরিশাল মেট্রোপলিটন পু‌লিশের ক‌মিশনার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাব‌রে বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্মারক‌লি‌পি দি‌য়ে‌ছে নারী-শিশু নির্যাতন ও সামা‌জিক অনাচার প্রতি‌রোধ ক‌মি‌টি।

ম‌হিলা প‌রিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী স্মারকলিপি প্রদান করা ছাড়াও বিশ্ববিদ্যাল‌য়ের উপাচার্য’র সা‌থে সাক্ষাত ক‌রে বনি আমিনের বিরু‌দ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ। অপরদিকে বনি আমিনকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে বনি আমিন যে দ‌লেরই হোক, তাকে অপরাধী হি‌সে‌বে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পু‌লি‌শের উপ ক‌মিশনার (প্রশাসন) আবু রায়হান মুহাম্মদ সা‌লেহ্। পাশাপাশি বনি আমিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপচার্য অধ্যাপক ড. মোঃ ছা‌দেকুল আরেফিন।

উল্লেখ্য,গত ৯ ফেব্রুয়ারী নগরের নথুল্লাবাদ বাস টা‌র্মিনাল এলাকা থে‌কে সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের একাদশ শ্রেনীর এক শিক্ষার্থী‌কে অপহরন ক‌রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইস্যু ক্লার্ক ও বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেনীর কর্মচারী কল্যান পরিষদের সভাপতি বনি আমিন। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি রাতে ভিকটিমের মা বন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ অভিযানে নেমে ভিকটিম উদ্ধার করলেও বনি আমিন পালিয়ে যায়।

উদ্ধার হওয়ার পর ভিকটিম ধর্ষনের অভিযোগ তুলতে তাকে গতকাল মেডিকেল পরীক্ষা করানো হয়। এদিকে এ ঘটনার পরপরই বনি আমিনকে বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক।

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্চিত, হামলা-পাল্টা হামলা

মাসুম, ববি প্রতিনিধি


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটে যা পরবর্তীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা পাল্টা হামলার কারণ হয়ে দাড়ায়।

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০’ নারী দলের ফাইনাল খেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান’ কে লাঞ্ছিতের ঘটনায় মার্কেটিং বিভাগ ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হামলা পাল্টা হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ঘটনাসূত্রে জানা যায়, বুধবার (১২ ই ফেব্রুয়ারী) বেলা বারোটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে মার্কেটিং বিভাগ বনাম পদার্থবিজ্ঞান বিভাগের ফাইনাল খেলা চলেছিলো।

খেলার মূল অংশ ড্র হলে ট্রাইবেকারে পদার্থবিজ্ঞান বিভাগ জয়লাভ করলে উল্লাসিত হয়ে শিক্ষকদের বসার স্থানে চলে যায় এবং সেখানে শিক্ষক শিক্ষিকারা যে পাশে উপস্থিত ছিলো সেদিকে এসে উল্লাস করতে থাকে। সেখানে মার্কেটিং বিভাগের একজন অন্তঃসত্ত্বা শিক্ষিকা থাকায় তাকে আহত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এগিয়ে যান ঐ বিভাগের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান এবং হাত দিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাগর নূর ঐ শিক্ষককে ধাক্কা দিয়ে বসে।

এ সময় মার্কেটিং বিভাগের খেলা দেখতে যাওয়া দর্শক শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে উঠে।এর ফলে প্রথমে বাকবিতণ্ডা পরে হামলা পাল্টা হামলায় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠে।

উভয় বিভাগের শিক্ষার্থীরা এতে আহত হন। যার মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের বর্ষের শিক্ষার্থী সাগর নূর, জয় মাহমুদ রাসেল, চপল আহমেদ, রাব্বি হাসান ও অয়ণ ঘোষ দস্তিদার সহ অনেকে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক মোঃ মেহেদী হাসান বলেন, ‘ ঘটনা যেটাই ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত এবং হয়তো ঐ শিক্ষার্থী না বুঝেই করেছে। তবে এই ঘটনা যেন এখানেই শেষ হয় এবং পরবর্তীতে আর যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এটাই প্রত্যাশা।’

এ ব্যাপারে মার্কেটিং বিভাগের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ” ঘটনার পর প্রধান লক্ষ্য ছিলো যে কোনভাবেই হোক এই পরিস্থিতি শান্ত করা এবং এর জন্য আমরা ছাত্রদের ক্লাসে এনে শান্ত থাকার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছি। এছাড়া এই ঘটনার সময় উপস্থিত একজন সহকারী প্রক্টর উপস্থিত ছিলো এবং উপাচার্য মহোদয় ঘটনা সম্পর্কে অবগত রয়েছেন, তারাই যথাযথ ব্যবস্থা নিবেন”

ঘটনার পরপরই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস উভয় বিভাগের শিক্ষার্থীদের সাথে সরেজমিনে দেখা করতে আসেন এবং যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন। বর্তমানে এ ঘটনায় উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও ক্যাম্পাস শান্ত রয়েছে।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না ববির নবউপাচার্য

ববি টুডেঃ- ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের নব‌নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছা‌দেকুল আ‌রে‌ফিন (আ‌রে‌ফিন মা‌তিন) কোন ফুলেল শুভেচ্ছা না গ্রহণ করেই তার নতুন কর্মস্থলে যোগদান করেন।এর কারণ জানতে চাইলে তিনি আগামী চার বছর ভা‌লো কাজ কর‌লে বিদায়ের দিন যদি কেউ তাকে খুশি হয়ে ফুল দেন তখন তিনি তা গ্রহন কর‌বেন বলে জানান।
বুধবার বিকাল সাড়ে চারটার দিকে আনুষ্ঠানিকভাবে তিনি তার কর্মস্থলে যোগদান করেন।
নবউপাচার্য অধ্যাপক ড. মো. ছা‌দেকুল আ‌রে‌ফিন (আ‌রে‌ফিন মা‌তিন) বলেন,বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষা ও গ‌বেষনা কার্যক্রম বেগবান করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমের সুযোগ করে দেওয়া, বিশ্ব‌বিদ্যালয়‌কে আন্তর্জা‌তিক পর্যা‌য়ে প‌রি‌চিত করার চেষ্টা করাই হ‌বে তাঁর মূল কাজ।
তিনি আরও বলেন,অল্প সময়ের মধ্যে বরিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের স্থগিত হওয়া ভ‌র্তি পরীক্ষার তা‌রিখ নির্ধারন করা হ‌বে।
পাশাপা‌শি সেশনজট নিরস‌নে কাজ করার কথাও তিনি উল্লেখ ক‌রেন।
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের সকলের,সাংবাদিকবৃন্দেরসহ সমগ্র বরিশালবাসীর সহযোগীতা কামনা করেন।এসময় বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ও গণমাধ্যমকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

জেল হত্যা দিবসে ববি ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা

ববি টুডেঃ- বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জেল হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় চার নেতাকে স্মরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ২:৩০ এ লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সৈয়দ জিসান আহমেদের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সাবেক কলা ও মানবিক অনুষদের ডিন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মাদ মুহসিন উদ্দিন বলেন, চার নেতাকে হত্যা করে দেশটাকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর আদর্শ কে বাস্তবায়ন করছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস বলেন, মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করেনি তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। তারা এই দেশকে কখনোই চায়নি। তাই তারা দেশটাকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল।
সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লোক প্রশাসন বিভাগের প্রভাষক সিরাজী সাদিক, সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন, সাবেক সহ- সভাপতি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বিশ্বাস এবং পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলম।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন হোসেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম ইমন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালের ৩ নভেম্বর স্বাধীনতা বিরোধীরা নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যা করে। আজও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আগিয়ে যাওয়ার আহ্বান জানান।