ইসলামী বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর পদে পরিবর্তন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদে পরিবর্তন আনা হয়েছে এবং পূর্বের সহকারী প্রক্টরগনদের অব্যাহতি দিয়ে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্বের সহকারী প্রক্টর হিসাবে নিয়োগপ্রাপ্ত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নাসির উদ্দীন এবং ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সাদাত-কে ২২ ফেব্রুয়ারী হতে অব্যাহতি দিয়ে তদস্থলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মুর্শিদ আলম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন কে নিয়োগ দেয়া হয়েছে। আগামী এক বছরের জন্য এই পদে তারা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টরগণ নিয়ম অনুযায়ী সুবিধাদি পাবেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা গেছে।
Scroll to Top