কিশোর আলো অনুষ্ঠানে আবরার নিহত হওয়ার ঘটনায় আনিসুল হককে জিজ্ঞাসাবাদ

জাতীয় টুডে: দৈনিক প্রথম আলোর সাময়ীকি ‘কিশোর আলো’র অনুষ্ঠানে বিদ্যুৎস্পর্শে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনায় সাময়িকীটির সম্পাদক কথাসাহিত্যিক আনিসুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ওসি জিজি বিশ্বাস বলেন, রেসিডেন্সিয়ালের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় আনিসুল হক ছাড়াও প্রত্যক্ষদর্শীদের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আনিসুল হককে কবে কখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তা নির্দিষ্ট করে জানাতে রাজি হননি। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজন অনুসারে সবাইকেই জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত গত শুক্রবার বিকালে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।

Scroll to Top