জুন মাসে এসএসসি পরীক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২১ সালের জুন মাসে নেয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বই উৎসব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী বছরের জুন মাসে আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের লক্ষ নিয়েই আমরা সামনে এগোচ্ছি। পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ করছে এনসিটিবি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এসএসসি পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে আগামী বছরের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার্থীদের স্কুলে নিয়ে ক্লাস করার প্রস্তুতি নিচ্ছি।

Scroll to Top