রাবিতে প্রথমবারের মত ‘আরইউ ট্যালেন্ট হান্ট-২০২০’

রাবি প্রতিনিধি


করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ রোধে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। শিক্ষার্থীরা নিজ বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। লম্বা ছুটিতে তারা অলস সময় পার করছে।শিক্ষার্থীদের এই অলস সময়কে কাজে লাগাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আরইউ ট্যালেন্ট হান্ট-২০২০’।

শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধির লক্ষে ইভেন্টটি আয়োজন করতে যাচ্ছে ইউনাইটেড ন্যাশন্স ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী শাখা।

সংগঠন সূত্রে জানা গেছে- বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতায় অংশ নিতে ‘ইউনিস্যাব রাজশাহী’ পেজ থেকে রেজিষ্ট্রেশন করা যাবে। আজ (রোববার) থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে চলবে ২৬ জুলাই রাত ১২ টা পর্যন্ত। প্রতিযোগিতায় বিজয়ীদের সনদপত্র দেয়া হবে। ১মাস ব্যাপী এই আয়োজনটি ৫টি সেগমেন্টে বিভক্ত।

সেগমেন্ট গুলো হলো- প্রো গ্রাফিক্স ডিজাইনার, ইনোভেটিভ পোস্টার ক্রিয়েশন, স্লাইড মেকিং কন্টেস্ট, আর ইউ এনালিস্ট এবং কুইজ ব্যাটেল ।

আয়োজকরা বলেন, প্রায় চার মাস থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ। নেই কোন শিক্ষার্থীবান্ধব আয়োজন।করোনাকালীন পরিস্থিতিতে বেশিরভাগ শিক্ষার্থী অলস সময় পার করছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সদ্য প্রথম বর্ষের শিক্ষার্থীরা কারিকুলাম ও কো-কারিকুলাম কার্যক্রম থেকে অনেক দূরে। যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয় মূখর থাকার কথা সেখানে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবকিছু স্থবির।

সেই স্থবিরতা কাটাতে ‘স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের বিকাশ’ স্লোগানে বিশ্বাসী ইউনিস্যাব’র রাজশাহী বিভাগ’ আয়োজন করেছে শিক্ষার্থীবান্ধব ও সৃজনশীল আয়োজন।

Scroll to Top