রাষ্ট্রপতির ছোট ভাই আব্দুল হাই মারা গেছেন

টিসিটি ডেস্ক


নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল হাই। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি সিএমএইচের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য আবদুল হাইয়ের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এরপর ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Scroll to Top