সুস্থ হয়ে ক্যাম্পাসে ফেরা হল না ঢাবি শিক্ষার্থী আরিফের

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি) আবু তালহা আরিফ নামে এক শিক্ষার্থী লিউকেমিয়ার (এক ধরনের ব্লাড ক্যান্সার) সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

আরিফ বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের (২০১৭-১৮ বর্ষ) শিক্ষার্থী এবং ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন।

রাতুল চৌধুরী নামে আরিফের এক সহপাঠী জানান, রক্তের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভূতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের বন্ধু আরিফ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। বেঁচে থাকাটায় যেন আশ্চর্যের এই পৃথিবীতে!

Scroll to Top