এবার করোনাভাইরাসে আক্রান্ত বিড়াল

এবার করোনাভাইরাসে আক্রান্ত বিড়াল

আন্তর্জাতিক টুডেঃ মানুষের সংস্পর্শে আসে এমন প্রথম কোন প্রাণী নোবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৷

এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দুইটি পোষা বিড়াল নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এ প্রথম কোনো পোষা প্রাণী ভাইরাসটিতে আক্রান্ত হলো।

টাইমস অব ইন্ডিয়া জানায়, আক্রান্ত দুই বিড়ালই নিউইয়র্ক অঙ্গরাজ্যের। তাদের শরীরে করোনার উপসর্গ দেখা দিলেও তারা সুস্থ হওয়ার পথে।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর ধারণা , মানুষ থেকে বিড়াল দুইটি করোনায় আক্রান্ত হয়েছে।

এর আগে ব্রনক্স চিড়িয়াখানায় বেশ কিছু বাঘ ও সিংহ করোনায় আক্রান্ত হয়েছিল। তবে মানুষের সান্নিধ্যে থাকা কোনো প্রাণীর দেহে এই প্রথম করোনা ধরা পড়ল।

এর আগে হংকংয়ে দুইটি কুকুরের মধ্যে প্রথম করোনা ধরা পড়ে।

প্রসঙ্গত, প্রাণঘাতী কভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত দেশটিতে নতুন মারা গেছে এক হাজার ৭৩৮ জন।

এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন ৪৬ হাজার ৬৮৮ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪০ হাজার ৮৯৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *