এবার প্রাথমিকের উপবৃত্তির টাকা যাবে নগদে

এবার প্রাথমিকের উপবৃত্তির টাকা যাবে নগদে

ক্যাম্পাস টুডে ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যানশিয়াল সেবা ‘নগদ’-এর মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর ফলে উপবৃত্তি বিতরণে সরকারি খরচ এক-তৃতীয়াংশে নেমে আসবে।

বর্তমানে শিওরক্যাশ এই উপবৃত্তি বিতরণ করছে। গত কয়েক বছর কাজটি করতে তারা সরকারের কাছ থেকে ক্যাশ আউট চার্জ হিসেবে এক হাজার টাকায় সাড়ে ১৮ টাকা এবং ডাটা ম্যানেজমেন্টের জন্য হাজারে আরো তিন টাকা করে পেয়ে আসছিল।

তবে ‘নগদ’ হাজারে মাত্র সাড়ে সাত টাকায় পুরো সেবা দেবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

“একে তো ‘নগদ’ আমাদের ডাক বিভাগের প্রতিষ্ঠান। তার ওপরে আমাদের অনেক টাকা খরচ বাঁচবে। তাই ‘নগদ’কে বেছে নেওয়াটা যুক্তিযুক্ত হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *