কলেজ শিক্ষার্থী তুহিন হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডে- ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের দ্বাদশ ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী তানভীর ইসলাম তুহিন বেপারীর নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছ সদরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর থানার সামনে তারা অবস্থান নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারদাবীতে প্রায় ঘণ্টাব্যাপী সমাবেশ করে।

এসময় উপজেলার প্রধান সড়কের দুইপাশে বেশ জানজোটের সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হন বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর রাতে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বাহের শাহর দরবারে ওরস দেখতে এসে প্রতিপক্ষ কতিপয় যুবকের ছুরিকাঘাতে নিহত হন দক্ষিন আটরশির গ্রামের নজরুল বেপারীর ছেলে তুহিন বেপারী। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন নিহত তুহিনের মামা ফারুক হোসেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds