খেলাধুলা টুডেঃ- সাকিব আল হাসানকে নিয়ে যেনো রহস্য কাটছেই না। এখনো বোর্ড বা সাকিবের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়নি কিছুই, ভারত সফরে সাকিবের না যাওয়ার রয়েছে জোর গুঞ্জন।ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান জানালেন, “সাকিবের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি ।তিনি আরো বলেন, ভারত সফর নিয়ে সাকিবের ব্যাপারে বিভিন্ন কথা হচ্ছে, সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে আগামীকাল মঙ্গলবার।
তাছাড়া সাকিব এখনো বোর্ডকে এ ব্যাপারে কিছু জানাননি। আকরাম জানান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কাছ থেকে দুই দিনের ছুটি নিয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। ভারত সফর থেকে তামিম ও সাইফউদ্দিনও ছিটকে গেছেন। তাই আবারও নতুন করে স্কোয়াড ঘোষণা হবে বলে জানিয়েছেন আকরাম। আর নতুন স্কোয়াড ঘোষণা করা হবে ২৯ অক্টোবর মঙ্গলবার। তাই সেদিনই জানা যাবে, কে হবে অধিনায়ক। এছাড়া স্কোয়াড ঘোষণার পর তামিম, সাইফউদ্দিনের পরিবর্তে কারা খেলবে তাও জানা যাবে ।