কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

কুবি টুডেঃ বিশ্বসেরা আলরাউন্ডার ও ক্রিকেট তারকা সাকিব-আল-হাসানের উপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঠাল তলায় এই মানববন্ধন।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন। প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা ‘জাস্টিস ফর সাকিব, সাকিব’ ‘এক অনুপ্রেরণার নাম সাকিব’ ‘ষড়যন্ত্র নিপাত যাক সাকিব-আল-হাসান মুক্তি পাক’ ‘ষড়যন্ত্র হঠাও ক্রিকেট বাচাও’সহ বিভিন্ন প্রতিবাদী ভাষা ব্যবহার করে প্রতিবাদ জানায়।

এসময় শিক্ষার্থীরা আইসিসির প্রতি আহবান জানান, সাকিবের উপর আরোপ করা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। পাশাপাশি তারা বিসিবির প্রতি এই নিষেধাজ্ঞাকে ঘিরে কোনো প্রকার খারাপ রাজনীতি না করে বরং বাংলাদেশের ক্রিকেটকে রক্ষা এবং সংহত করতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের কুবি প্রতিনিধি মুহাম্মদ ইকবাল মুনাওয়ার।



 

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds