ক্যাম্পাস ও হল খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ডাক

ক্যাম্পাস ও হল খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ডাক
দ্যা ক্যাম্পাস টুডেঃ গত বছরের ১৭ মার্চ থেকে করোনা সংক্রমণের কারণে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় বা অন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়ে ওঠেনি। অথচ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের অন্যান্য সকল প্রতিষ্ঠান আগের মতই চলছে।এবার অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল খোলা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন করবেন বলে জানা গেছে।

মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১৫-২০ দিনের সময় দিয়ে নিয়ে নেওয়া, স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরও বেশ কিছু দাবি পেশ করবেন তারা।

আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শুরু হোক। যে সময় নষ্ট হচ্ছে এর জন্য তো চাকরির বয়সও বাড়বে না। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে।

অনলাইন শিক্ষা কার্যক্রমের কোন সফলতা নেই বলে দাবি তুলেছেন আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *