রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন

খুবি’র প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. হোসনে আরা

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০২০, ৭.৩৯ পিএম

 

খুবি টুডে

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম নারী উপ-উপাচার্য হিসেবে আগামী ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হোসনে আরা।অধ্যাপক ড. হোসনে আরা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের অধ্যাপক। এছাড়া তিনি বর্তমানেস্বাধীনতা শিক্ষক পরিষদ খুবি শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।সোমবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়ির সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জারি করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে আমি সকলের সহযোগিতা কামনা করি।

 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today