চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামী ২২জুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আগামী ২২জুন

চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২জুন থেকে শুরু হবে।

সোমবার(২২ ফেব্রুয়ারি ) চবি ডিনস কমিটির জরুরি সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য আগামী ২২জুন থেকে ২৪জুন,২৮জুন থেকে ১জুলাই এবং ৫জুলাই থেকে ৮জুলাই ২০২১ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

বিষয়টি নিশ্চিত করে চবি রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.এস এম মনিরুল হাসান দ্য ক্যাম্পাস টুডে’কে বলেন, “ডিনস কমিটির সভায় আমরা ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছি।ভর্তি যোগ্যতা, ভর্তি পরীক্ষার স্থানসহ বাকি সব বিষয় ‘ভর্তি পরীক্ষা কমিটি’র মিটিংএ চুড়ান্তভাবে নেওয়া হবে।এটি প্রথমিক সিদ্ধান্ত।’’

এবিষয়ে চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস.এম সালামত উল্ল্যা ভূঁইয়া দ্য ক্যাম্পস টুডে’কে বলেন, “আজকে শুধু ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।আগামী ২৪জুলাই তারিখের মিটিং এ বাকি বিষয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হবে।’’

প্রসঙ্গত, গত বছর ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটে চবিতে ভর্তি কার্যক্রম হয়েছিল। ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হন।গতবছর প্রতি আসনে আবেদন করেছিলেন ৫২ জন শিক্ষার্থী। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুষদ আছে ৯টি, বিভাগ ৪৮টি ও ইনস্টিটিউট রয়েছে ৬টি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *