রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন

চবি শিক্ষার্থীরা পাচ্ছে ১৫ জিবি ফ্রি ডাটা, ব্যবহার করা যাবে না গুগল,ফেইসবুক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ১০.৫৯ এএম

নুর নওশাদ


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা রবি সিম কর্তৃক ১৫ জিবি ফ্রি ডাটা পাচ্ছেন।এই ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধু জুম, গুগল ড্রাইভ, বিডি রেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু।তবে সামাজিক যোগাযোগ, গুগল,ইউটিউব চালানো যাবে না।

গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান হয়।

জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কে ১৭/১০/২০ এর মধ্যে ডাটার জন্য নির্দিষ্ট লিংকে ফর্ম পূরণ করার নির্দেশ দেওয়া হয়।

রেজিস্ট্রেশনের শর্ত ও নিয়মাবলিঃ
০১.সুবিধাটি ভোগ করার জন্য সবার প্রথমে শিক্ষক-শিক্ষার্থীদের দরকার হবে একটি রবি অথবা এয়ারটেল সিম।
০২.তারপর forms.gle/myynHvy6f7RBxCtG7 এই লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন ফরমে দেওয়া রবি/এয়ারটেল নাম্বারে পৌছে যাবে বিনামূল্যে মাসিক ১৫ জিবি করে ডাটা।
০৩.এই ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধুমাত্র জুম, গুগল ড্রাইভ, বিডি রেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু।
০৪.শুধুমাত্র বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা এই সুবিধা ভোগ করতে পারবেন।
০৫.একজন শিক্ষার্থী শুধুমাত্র একটা সীমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
০৬.প্রথম মাসের অব্যবহৃত ডাটা পরবর্তী মাসে যুক্ত হবে।
০৭.রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ শনিবার, ১৭অক্টোবর ২০২০,দুপুর ১২টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর চবি উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার এর সভাপতিত্বে এক বর্ধিত সভায় ফ্রি ১৫ জিবি ডাটা দেওয়ার সিদ্ধান্তটি গৃহিত হয়।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today