টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জিতলো মুমিনুলরা

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

মো মিনহাজুল ইসলাম
ক্রীড়া প্রতিবেদক


আজ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাল বলে টাইগারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের শেষ দিনে তামিম-সাদমানের দাপুটে ব্যাটিংয়ে জিতলেন মুমিনুলরা।

দুই দিনের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুমিনুল হকের নেতৃত্বাধীন রায়ান কুক একাদশ, ওটিস গিবসন একাদশকে হারিয়েছে ৬ উইকেটে

এর আগে ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধ-শতকে ভর করে ৮ উইকেটে ২৪৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করে নাজমুল হাসান শান্ত’র গিবসন একাদশ।

দ্বিতীয় দিনে হঠাৎ বৃষ্টির বাধায় ফলাফল পেতে ৪৫ ওভারে ২০০ রানের লক্ষ্য বেঁধে দেওয়া হয় কুক একাদশকে।

২০০ রানের টার্গেটে খেলতে নেমে তামিম ইকবাল ও সাদমান প্রতিপক্ষ গিবসন একাদশের কঠিন পরীক্ষাই নেন।

উদ্বোধনী জুটিতেই দুজনে যোগ করেন ১০৭ রান। ব্যক্তিগত ৮০ রানে আউট হয়ে ফেরেন ড্যাসিং ওপেনার তামি। আর ৯৯ বলে ৮৩ করে ফেরেন সাদমান।

এরপর মুমিনুল হক (১০) ও মুশফিকুর রহিম (১১) অল্প রান করে আউট হলেও ইয়াসির আলীর ২৪ রান ও মোহাম্মদ মিঠুনের ৫ রানের অপরাজিত দুই ইনিংসে ভর করে ২০ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় পায় মুমিনুল বাহিনী। নাঈম হাসান নেন দুইটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

ওটিস গিবসন একাদশ : ২৪৮/৮ (৭২ ওভার)

ইমরুল ৫৯, রিয়াদ ৫৬, লিটন ৪৪, মোসাদ্দেক ২৯*, সৌম্য ২৬।

তাসকিন ৪২/৩, মিঠুন ১০/২, আল আমিন ৩৬/১

রায়ান কুক একাদশ : ২০১/৪ (৪১.৪ ওভার) (টার্গেট ৪৫ ওভারে ২০০ রান)

সাদমান ৮৩, তামিম ৬৪, ইয়াসির ২৪

নাঈম ৪৯/২, মোসাদ্দেক ২১/১, রুবেল ৩৩/১

ফল: রায়ান কুক একাদশ ৬ উইকেটে জয়ী।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds