টাইগারদের নতুন টি-টুয়েন্টি দল ঘোষণা,অধিনায়ক মাহমুদউল্লাহ

News Editor Avatar

ক্যাটাগরি :

খেলাধুলা টুডেঃ- ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের জন্য দ্বিতীয়বারের মতো ঘোষণা করা হলো স্কোয়াড।মাহমুদউল্লাহকে নতুন স্কোয়াডে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ।আগের স্কোয়াড থেকে তিন ক্রিকেটার বাদ যাওয়ায় নতুন করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে।সাইফউদ্দিন বাদ পড়েছেন ইনজুরির কারণে ।নিজের নাম প্রত্যাহার করেছেন তামিম ইকবাল,পারিবারিক কারণে । সর্বশেষ আইসিসির নিষেধাজ্ঞার কারণে দল থেকে বাদ পড়লেন সাকিব। এ তিনজনের পরিবর্তে নতুন করে যোগ হয়েছে তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও আবু হায়দার রনি।

আগামী ৩ নভেম্বর ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচটি। পরের ম্যাচ রাজকোটে ৭ নভেম্বর। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ১০ নভেম্বর নাগপুরে।

স্কোয়াড: তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন , লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds