তুমি হীনা || রুদ্র বৈশাখ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

তুমি হীনা
রুদ্র বৈশাখ



তুমি হীনা কাটছে আমার
সকাল দুপুর সন্ধ্যা
সুখ আছে তবু সুখ নেই
দুঃখের বইছে বন্যা ।

তুমি হীনা জীবন আমার
মৃত ফুলের কলি
একা ফেলে যেওনা আমায়
কি করে তোমায় বলি ?

তুমি হীনা এক মুহূর্ত
লাগে না আমার ভালো
তুমি এসে বসলে পাশে
আধাঁরে দেখি আলো ।

অবেলায় তুমি যেওনা ফেলে
আগলে রেখো মনে
তুমি হীনা এই জীবন বৃথা
চলে যাবো ঐই বনে !

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet