সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন

তুমি হীনা || রুদ্র বৈশাখ

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯, ১২.২৮ পিএম

তুমি হীনা
রুদ্র বৈশাখ



তুমি হীনা কাটছে আমার
সকাল দুপুর সন্ধ্যা
সুখ আছে তবু সুখ নেই
দুঃখের বইছে বন্যা ।

তুমি হীনা জীবন আমার
মৃত ফুলের কলি
একা ফেলে যেওনা আমায়
কি করে তোমায় বলি ?

তুমি হীনা এক মুহূর্ত
লাগে না আমার ভালো
তুমি এসে বসলে পাশে
আধাঁরে দেখি আলো ।

অবেলায় তুমি যেওনা ফেলে
আগলে রেখো মনে
তুমি হীনা এই জীবন বৃথা
চলে যাবো ঐই বনে !

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today