দশ বছর পর পাকিস্তান-শ্রীলঙ্কা ক্রিকেট দল

thecampustodaycouc Avatar

ক্যাটাগরি :

খেলাধুলা টুডে: দীর্ঘসময় বিরতির পর আবারও পাকিস্তানে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা। আসন্ন সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড ।

আগামী মাসের ৮ ডিসেম্বর দুই ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তানে উড়াল দেবে লঙ্কানরা। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ১১ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। পরে ১৯ তারিখ দ্বিতীয় টেস্ট হবে করাচির জাতীয় স্টেডিয়ামে।

এর আগে (সেপ্টেম্বর-অক্টোবর) পাকিস্তানের মাটিতে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। যেখানে নিরাপত্তা শঙ্কার কারণে সফরে ছিল না দলের নিয়মিত সদস্যদের ১০ জন খেলোয়াড়। তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ওডিআই সিরিজ স্বাগতিকরা জিতলেও হোয়াইটওয়াশ হয়েছে সংক্ষিপ্ত ফরম্যাটে।

পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড :

দিমুথ করুনারাত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকভেলা, ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, দিলরুয়ান পেরেরা, লাসিথ এমবুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা ও লাকশান সান্দাকান।

দ্য ক্যাম্পাস টুডে।

 

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds