দুই মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিল ঢাবি কর্তৃপক্ষ

দুই মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিল ঢাবি কর্তৃপক্ষ

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়া দুই আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থী আসমা খাতুন এবং মো. সিয়ামের পড়াশুনার দায়িত্ব নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘খ’ ইউনিটের পরীক্ষার প্রকাশিত ফলে আসমা খাতুন ৩৬৮তম এবং মো. সিয়াম ৭৮৯তম মেধাস্থান অধিকার করেছেন। কিন্তু সম্প্রতি ‘ঢাবিতে সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত’ শিরোনামে খবর প্রকাশ হয় গণমাধ্যমে। বিষয়টি ঢাবি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তাদের ভর্তি ও পড়াশোনার দায়িত্ব নেয় তারা।

উল্লেখ্য, মো. সিয়ামের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার একটি গ্রামে। অন্যদিকে আসমার বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে।

দ্য ক্যাম্পাস টুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *