খেলাধুলা টুডেঃ- সব ধরনের ক্রিকেট থেকে ১ বছরের নিষেধাজ্ঞা সাকিব আল হাসান এর।তিনি ৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন। সাকিব এ দিন সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে উপস্থিত হন।নিষেধাজ্ঞার ৪ দিন পর দুদকে গেলেন।তবে সাকিব সংবাদমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি। এ দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে , দুদক সাকিব আল হাসানের সম্পদের হিসাব চেয়েছে।
দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, সাকিব আল হাসান দেশসেরা ক্রিকেট তারকা। দুদক তার সম্পদের হিসাব চাইনি। যারা এসব নিয়ে কথা বলছেন, এটা পুরোপুরি তাদের নিজস্ব মতামত ।
দুদক সূত্র জানায়, সাকিব সংস্থাটির শুভেচ্ছা দূত। আইসিসির নিষেধাজ্ঞার পরে এখন তাকে দুদকের শুভেচ্ছা দূত হিসেবে রাখা হবে কি না; সে সিদ্ধান্তের জন্যই মূলত সাকিবকে দুদক কার্যালয়ে ডাকা হয়।
সংবাদটি শেয়ার করুন