ধর্ষণের প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ধর্ষণের প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

সুপর্না রহমান, গবি প্রতিনিধি


নোয়াখালীতে গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতন সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

বুধবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ব্যানার ও পোস্টার হাতে এ কর্মসূচি পালন করেন তারা। গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) এই কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্ষণ দিন দিন বেড়েই চলছে। আমাদের এখন জান-মালের নিরাপত্তা নাই। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে ছিল এবং আছে। ধর্ষককে ক্রসফায়ার দেয়া হোক। এই আইন প্রনয়ণ করা হোক বাংলাদেশে।

বক্তারা আরও বলেন, আমরা অতি শীঘ্রই জাতীয় স্মৃতিসৌধের সামনে গবি শিক্ষার্থীদের নিয়ে বড় ধরনের মানববন্ধন করতে যাচ্ছি। এতে ধর্ষকদের তীব্র নিন্দা জানানো হবে। আজ তার সূচনা হলো।

এ সময় বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড’, ‘নারীর নিরাপত্তা দাও রাষ্ট্র’- প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। কর্মসূচিতে জিবিডিএস ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *