নিজের জন্মদিনে ওয়ার্নার ম্যাচ সেরার অর্থ অসহায়দের দান করলেন

নিজের জন্মদিনে ওয়ার্নার ম্যাচ সেরার অর্থ অসহায়দের দান করলেন

খেলাধুলা টুডেঃ-       

অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নার  টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেনে।আর প্রথম সেঞ্চুরি পেলেন ৭১তম ম্যাচে, তাও আবার নিজের জন্মদিনে।  শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া এ ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ওয়ার্নার।

১০ চার ও ৪ ছয়ে ম্যাচে ৫৬ বলে ১০০ রান করেন মারকুটে ওয়ার্নার।ম্যাচটি ১৩৪ রানে জিতে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচসেরার পুরস্কার হিসেবে ওয়ার্নার ৫০০ ডলার পুরষ্কার পান। নিজের ৩৩তম জন্মদিনে পাওয়া এ পুরস্কারের পুরোটাই দান করে দিয়েছেন ওয়ার্নার। অসহায় রোগীদের সাহায্য করে এমন এক দাতব্য প্রতিষ্ঠানে এ অর্থ দান করেন তিনি। ফাউন্ডেশনটির নাম ‘জাইদিস রেইনবো ফাউন্ডেশন’

উল্লেখ্য যে, ২০০৪ সালের ২২ ডিসেম্বর মাত্র ৭ বছর ২২দিন বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান জাইদি। এ শিশুর স্মরণে তার বাবা-মা ‘জাইদিস রেইনবো ফাউন্ডেশন’ নামের সেবামূলক ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনটি অসহায় রোগীদের বিভিন্নভাবে সাহায্য করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *