পেঁয়াজের প্রথম চালান আসবে মঙ্গলবার:বাণিজ্য সচিব

thecampustodaycouc Avatar

ক্যাটাগরি :

জাতীয় টুডে: ‘ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত ২৫০০ জন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়েছে।’ বলে মক্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন। আজ সোমবার (১৮ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব জাফর উদ্দিন এসব কথা বলেন।

বাণিজ্য সচিব বলেন, এস আলম গ্রুপের কার্গো বিমানের প্রথম চালান আগামী মঙ্গলবার বাংলাদেশ এসে পৌঁছাবে। এছাড়া বিভিন্ন জেলার পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্য সচিব জাফর উদ্দিন।

তিনি আরও বলেন, মিনিমাম রফতানি মূল্যে ভারত থেকে পেঁয়াজ রফতানি তিনগুণ বেড়েছে। মিয়ানমার থেকে চারগুণ বেড়েছে। তড়িৎ গতিতে কার্গো বিমানে মিশর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

দ্য ক্যাম্পাস টুডে

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet