প্রশ্নফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলনে যাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ!

প্রশ্নফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলনে যাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ!

ঢাবি প্রতিনিধি


পাঁচ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত ছিল একটি সংঘবদ্ধ চক্র। ওই চক্রের প্রধানসহ(জসিম উদ্দিন ভুঁইয়া ওরফে মুন্নু)আরো পাঁচ সদস্যকে( পারভেজ খান, জাকির হোসেন ওরফে দিপু, মোহাইমিনুল ওরফে বাঁধন ও এসএম সানোয়ার হোসেন)গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে মোহাইমিনুল ও সানোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁসে জড়িত।

শিক্ষাক্ষেত্রে এই ভয়াবহ দুর্নীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে জানানো হয়েছে ৪ হাজার শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং এদের শাস্তির দাবিতে আন্দোলনে যাবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

আরো জানানো হয়,’ প্রশ্ন ফাঁসের মাধ্যমে মেডিকেলে ভর্তি হওয়া ৪হাজার শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং পাস করে বের হয়ে যাওয়া শিক্ষার্থীদের সনদ বাতিল করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি এই প্রক্রিয়ার সাথে জড়িত রাঘববোয়ালদের শাস্তির আওতায় আনতে হবে। ‘

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *