পড়তে বলায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

সারাদেশ


ছেলে সন্তানকে পড়তে বলায় মা-এর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ওই ছাত্রের নাম মৃদুল মল্লিক (১৩)। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মধুখালী উপজেলার বাগাট বাজার এলাকার ভাড়া বাসায় মৃদুল আত্মহত্যা করেন।

মৃদুল ঘোপঘাট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ বছর জেএসসি পরীক্ষার্থী ছিল। সে পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল।

এ ব্যাপারে নিহতের পারিবার জানায়, “শুক্রবার রাতে মা তুলি বেগম ছেলে মৃদুলকে টেবিলে পড়তে বসতে বলে। তবে মৃদুল পড়বে না বললে মা একটু বকাঝকা করেন। কিছু সময় পর তুলি বেগম তার মেয়েকে পাশের বাড়ি থেকে আনতে যান। এ সুযোগে অভিমানী মৃদুল জানালার উঁচু গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরে মাতা তুলি বেগম বাড়িতে এসে মৃদুলকে ঝুলন্ত দেখে পাশের বাসার সদস্যদের সঙ্গে নিয়ে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃদুলকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds