মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ন

বশেমুরবিপ্রবি: আত্নহত্যা পছন্দ না করা ছেলেটি নিজেই গলায় ফাঁস দিয়ে ওপারে চলে গেল

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ১১.৪২ পিএম

বশেমুরবিপ্রবি টুডেঃ আব্দুল্লাহ আল নোমান নিজেই আত্নহত্যা করতে চান নি। কিন্তু বুধবার (২৭ নভেম্বর) নিজেই গলায় ফাঁস দিয়ে নিজ মেসে আত্নহত্যা করে।

মৃত নোমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।


গত ০২ নভেম্বর দেয়া নোমানের ফেসবুক স্ট্যাটাস


“আত্নহনন কখনও সমধান হতে পারে না। নিজেকে বাচিয়ে রাখতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সফলতা। মৃত্যু ত নাকের ডগায়। সবকিছুর পরেও বলতে হয়, জীবনটা সুন্দর, প্রচুর পরিমাণে সুন্দর।”


উল্লেখ্য, আব্দুল্লাহ আল নোমান বুধবার (২৭ নভেম্বর) গোপালগঞ্জের সোনাকুড়ে নিজ মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনা স্থানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত আত্মহত্যার কারণ যায়নি।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today