বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল আজ

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল আজ

খেলাধুলা টুডে: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে আজ রবিবার মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ ১ম ম্যাচে জিতলেও ২য় ম্যাচে হেরে ১-১ সমতায় রয়েছে দু’দল। এ ম্যাচে জিতলে ভারতের মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতবে টাইগাররা। তাই আজকের ম্যাচে খেলোয়াড়রা সিরিজ নিশ্চিত করতে উদ্গ্রীব বলে জানিয়েছেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।
দিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে রোহিত শর্মাদের ৭ উইকেটে হারিয়ে ভারত সফর শুরু করে মাহমুদউল্লাহরা। আর এ জয়টি বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয় ধরা হয়। কারণ এর আগে ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে তিন ফরম্যাটে কোনো ম্যাচ জিততে পারেনি টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে বোলারদের ব্যর্থতায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের দৃঢ়তায় মাত্র ১৫ ওভার ৪ বল ব্যাটিং করে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় রোহিতরা। সেইসঙ্গে ১-১ সমতায় ফিরে ভারত।
যার কারণে আজ রবিবার নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ও সর্বশেষ ম্যাচটি হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। এজন্য আজকের ম্যাচটি জিততে চায় টাইগাররা। কারণ আজকের ম্যাচ জিতলে ভারতের মাটিতে তাদেরই বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। তাই এ ম্যাচে কোনো ভুল করতে নারাজ বাংলাদেশ দল।
#দ্যা ক্যাম্পাস টুডে
#শেয়ার

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *