বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ‘গিভ এন্ড টেক’ ব্যাপারটা ছিলো বলে অভিযোগ করেছেন মাত্র ১ ভোট পাওয়া শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘এই বাফুফে নির্বাচনে অনেক কিছুই ঘটেছে। গিভ এন্ড টেকের একটা ব্যাপার অবশ্যই ছিল। সালাউদ্দিন সাহেব ও তাঁর লোকজন নির্বাচনের ব্যাপারে অভিজ্ঞ। সে অভিজ্ঞতাই তাঁরা কাজে লাগিয়েছে। ‘
অন্য দিকে শফিকুল নিজের ভরাডুবি নিয়ে বলেন, বাদল রায়ের ফিরে আসাটা ভোটার দের মধ্যে দ্বিধার সৃষ্টি করেছে। তিনি বলেন, ‘ নির্বাচনের আগের রাতে বাদল দা’র ফিরে আসা টাই নির্বাচন শেষ করে দিয়েছে। আমার তো একটা প্রত্যাশা ছিল। বাদল দা ফিরে আসায় সবাই দ্বিধায় পড়ে সালাউদ্দিন ভাইকেই বেছে নিয়েছে।’
উল্লেখ্য বাদল রায় শেষ পর্যন্ত পেয়েছেন ৪০ ভোট আর ৯৪ ভোট পেয়েছে বাফুফে সভাপতি হয়েছেন কাজী সালাহউদ্দিন।