বিপিএলে’রর ‘প্লেয়ার্স ড্রাফট’ ১২ নভেম্বর

বিপিএলে’রর ‘প্লেয়ার্স ড্রাফট’ ১২ নভেম্বর

খেলাধুলা টুডেঃ জাতির জনক বঙ্গবন্ধুর নামে হতে যাওয়া এবারের বিপিএল একটু বেশি স্পেশাল। তাইতো বিপিএল নিয়ে তোড়জোড় শুরু করেছে বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি।

চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আগামী আসর। আর সে লক্ষ্যেই এখন কাজ করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। মূলত তখন থেকেই বিপিএলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে যাবে।

বিসিবি আগেই জানিয়েছিল চলতি মাসে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে তা অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ে, নতুন নিয়মে, নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের এবারের আসর। আর সব কিছুই আয়োজন করবে বিসিবি। থাকবে না কোনো ফ্র্যাঞ্চাইজি। বিসিবির ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য এবারের টুর্নামেন্টের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল নামে।

উল্লেখ্য, এখন পর্যন্ত মোট ৩৯৩ জন বিদেশি ক্রিকেটার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *