বিসিএস লিখিত পরীক্ষার ফল জানা হল না আবিদুলের

বিসিএস লিখিত পরীক্ষার ফল জানা হল না আবিদুলের

ববি টুডে: ৪০ তম বিসিএসের প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার ফল জানা হল না বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আবিদুল ইসলাম।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল নগরীর ১২ নং ওয়ার্ডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।

তিনি দূরারোগ্য স্কোলিওসিস সংক্রমণে ফল প্রকাশের আগেই চলে গেলেন না ফেরার দেশে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম সম্মান শ্রেণিতে ভর্তির পরপরই স্পষ্ট হতে থাকে স্কোলিওসিস রোগের।

চিকিৎসকরা জানিয়েছেন, স্কোলিওসিস হচ্ছে মূলত জন্মগত রোগ। এটি মানবদেহের মেরুদণ্ড বাকা করে ফেলে। বয়সের সাথে সাথে তা ক্রামাগত বৃদ্ধি পেতে থাকে। এতে ফুসফুসে প্রভাব পড়ে। সঠিক চিকিৎসা না পেলে রোগী মৃত্যুবরণ করেন।

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তার সতীর্থরা জানিয়েছেন, রোগে আক্রান্ত হলেও অত্যান্ত মেধাবী ছিলেন আবিদুল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাঁদা তুলে তার চিকিৎসার সহায়তাও করেছিলেন। তিনি প্রতি পরীক্ষায় ভালো করতেন।

আবিদুলের মৃত্যুতে শোক প্রকাশ করেঠেন উপাচার্য ড. ছাদেকুল আরেফিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *