বেরোবি শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে নীতিগত সুপারিশ

বেরোবি শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে নীতিগত সুপারিশ

দ্যা ক্যাম্পাস টুডেঃ বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে নীতিগত সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩০তম সভায় এ সুপারিশ গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান সব সেশনের পরীক্ষা অনলাইনে নেয়া যাবে।

স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ১০টায় সশরীরে এবং জুম কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করে জানায়, একাডেমিক কাউন্সিলের সভায় ইউজিসির নির্দেশনা অনুসারে করোনা পরিস্থিতির কারণে অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যপারে নীতিগত সুপারিশ গ্রহণ করা হয়েছে। সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান সব সেশনের পরীক্ষা অনলাইনে নেয়া যাবে।

সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নাজমুল হক, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মো. আতিউর রহমান, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামালসহ, বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধানরা এবং একাডেমিক কাউন্সিলের সদস্যরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *