শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন

ভারতের মাটিতে ভারতকে হারাতে পারে এমন বিশ্বসেরা একাদশে মুশফিক

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯, ৯.১৩ পিএম
মুশফিকুর রহীম

খেলাধুলা টুডেঃ-  দুর্দান্ত ফর্মে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে টানা ১১ সিরিজে অপরাজিত কোহলির ভারত।এ দলটিকে ঘরের মাটিতে হারানো যেন একেবারে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভারতের মাটিতে ভারতকে হারাতে পারে এমন বিশ্বসেরা একাদশ গঠনের তাই তোরজোড় শুরু হয়ে গেছে ।

ভারতকে হারাতে পারে এমন বিশ্ব একাদশ এর আগে গঠন করেছিলেন দক্ষিন আফ্রিকার গ্রায়েম স্মিথ ও ভারতের ভিভিএস লক্ষ্মণ। সাকিব আল হাসান ও তামিম ইকবাল এই দুই বাংলাদেশি ক্রিকেটার সে একাদশে জায়গা পেয়েছিলেন ।এবার ভারতকে হারাতে পারে এমন বিশ্ব একাদশ গঠন করল ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। এ একাদশ গঠন করেন ১১ জন বিশেষজ্ঞ । বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম ক্রিকইনফোর এ একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন।

ভারতের মাঠে কোহলিদের হারাতে ক্রিকইনফোর তৈরি সেরা একাদশ: দিমুথ করুনারত্নে, ডিন এলগার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, জো রুট, বেন স্টোকস, মুশফিকুর রহিম, পেট কামিন্স, নাথান লায়ন, ইয়াসির শাহ, ও মোহাম্মদ আব্বাস।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today