রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন

মাত্র ১ টাকায় কোক-পেপসি-লাইফবয় সাবান!

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯, ৪.৪১ পিএম
মাত্র ১ টাকায় কোক-পেপসি-লাইফবয় সাবান

ক্যাম্পাস টুডে ডেস্ক


দ্রব্যমূল্যর দাম বৃদ্ধিতে যখন সয়লাব বাজার ঠিক সেই  সময়ে বাজারে মাত্র  ১ টাকায় পাওয়া যাচ্ছে কোক, পেপসি অথবা লাইফবয় সাবান! অবিশ্বাস্য এই অফারটি দিচ্ছে বিকাশ অ্যামেজিং ডিলস।

অফারের বিষয়ে জানা গেছে, অফারটি ৩১ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত একজন গ্রাহক একবার নিতে পারবেন।

সারাদেশজুড়ে নির্দিষ্ট দোকানে বিকাশের নতুন অ্যাপ দিয়ে ৩০ টাকা পেমেন্ট বিকাশ করে ৫০০মিলি পেপসি, ৪০০মিলি কোকা-কোলা অথবা ১০০গ্রাম লাইফবয় সোপ কিনলে পাবেন ২৯ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অর্থাৎ ৩০ টাকা বিকাশে ওই দোকানের নাম্বারে পাঠালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ২৯ টাকা ক্যাশব্যাক।

সম্প্রতি বিকাশ অ্যাপে বেশ কিছু পরিবর্তন এনেছে। পরিবর্তিত অ্যাপে নতুন এসব সুবিধা যুক্ত করা হয়েছে। যারা আগে থেকেই অ্যাপ ব্যবহার করছেন এমন গ্রাহকদের জন্য অ্যাপেই রয়েছে অসংখ্য আকর্ষণীয় অফার।

এছাড়াও বিকাশ নতুন অ্যাকাউন্ট খুললে ১০০ টাকা পর্যন্ত বোনাস দিচ্ছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today