খেলাধুলা টুডেঃ দ্বিতীয় টি-টুয়েন্টিতে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশকে জেতানো মুশফিকুর রহীমের ওপর ভরসা রেখে টাইগার ভক্তরা স্বপ্ন দেখছে সিরিজ জয়ের। ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে সবার কাছে দোয়া চাইলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
আজ নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে একটি স্ট্যাটাসে মুশফিক লেখেন, ‘সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে, সব শর্ত, চাপ মাথায় নিয়ে দিল্লিতে এক চ্যাম্পিয়ন প্রতিপক্ষকে হারিয়েছি। রাজকোটের আবহাওয়া উজ্জ্বল না হলেও টাইগাররা দীপ্তি ছড়াতে প্রস্তুত আছে। বাংলাদেশ টিমকে আপনার প্রার্থনায় রাখুন।’
আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা; রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। টাইগাররা সিরিজে ১-০ তে এগিয়ে।
সংবাদটি শেয়ার করুন