ক্রীড়া প্রতিবেদক
২০২২ কাতার বিশ্বকাপকে সামনে রেখে, বাছাইপর্বের প্রথম ম্যাচেই শুভ সূচনা করলো লিও মেসির আর্জেন্টিনা। আজ সকালে তুলনামূলক শক্তিশালী ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে তারা। এতে বাছাইপর্বের শুরুটা মেসিদের যে দুর্দান্ত হলো, তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে আর্জেন্টিনার- ইকুয়েডরের আজকের খেলায় কোন দলই তেমন ভালো করতে পারেননি, দুই দলই ছিলো সমানে সমান। আর ম্যাচের ফলাফল তৈরি হয়ে গিয়েছিল ম্যাচ শুরুর ১৩ মিনিটের মাথায়, এক পেনাল্টি থেকে।
পেনাল্টির সুযোগ পেয়ে কাজে লাগান আর্জেন্টিনার কাপ্তান মেসি। আন্তর্জাতিক খেলায় এটি মেসির ৭১ তম গোল। আর
ওই একমাত্র গোলেই জয়ের মুখ দেখে আর্জেন্টিনা।
দিনের বাকি দুই ম্যাচের প্রথমটিতে ২-২ গোলে ড্র করেছে প্যারাগুয়ে ও পেরু, অপর ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছে উরুগুয়ে। উরুগুয়ের জয়ের দিনে গোল দু’টি করেছেন লুইস সুয়ারেজ ও ম্যাক্সিমিলানো গোমেজ।
আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ফুটবলের আরেক শক্তিশালী দল ব্রাজিল, তাদের প্রতিপক্ষ বলিভিয়া। তবে ইনজুরির কারণে এই ম্যাচ হয়তো খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ব্রাজিল -বলিভিয়া ম্যাচের এক ঘণ্টা আগে মাঠে নামবে কলম্বিয়া ও ভেনেজুয়েলা।