রাজকোটে ম্যাচ নিয়ে নেই শঙ্কা
খেলাধুলা টুডেঃ- বাংলাদেশ ক্রিকেট দল নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ভারতের মাটিতে আজ জিততেই পারলেই নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ দল। যদিও ঘূর্ণিঝড় ‘মহা’য় ম্যাচ বাতিলের শঙ্কা দেখা দেয়। তবে আশার আলো দেখাচ্ছে রাজকোটের ঝলমলে রোদ।
জানা গেছে, ঘূর্ণিঝড়ের দিক বদলে গেছে। গুজরাট উপকূল, আহমেদাবাদ ছেড়ে মাহার গন্তব্য কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার দিকে সরে গেছে। এ কারণেই আশার আলো দেখাচ্ছে রাজকোটের আকাশ। গতকাল কিছুটা বৃষ্টিপাত হলেও আজকের খবর হচ্ছে, সকাল থেকেই রাজকোটে রৌদ্রোজ্জল আবহাওয়া।
জানা hvয়, রাজকোটে আজ কোন বৃষ্টি নেই। সকাল থেকেই রোদ, আকাশে কিছুটা মেঘ থাকলেও তা বৃষ্টি হওয়ার মতো নয়।
ফলে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিক ভারতের সাথে টাইগারদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াচ্ছে। দিল্লি জয়ের পর এবার টাইগাররা মিশন রাজকোট জয়ের।