আমি সত্য কথা বলি
সত্যের পথ ধরে চলি
মিথ্যুক,পাপীকে করি না ভয়
আমি জানি ,আমি মানি
সত্যের হবেই জয় ।
সত্যের বিরোধী যে পথ
কালো মেঘে,কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন
সে পথ অনুসরণে হয় মানবতা বিছিন্ন।
শীতের সকালে খেজুরের রস,তার ঘ্রাণ
সে বাচাঁই হাজার পতঙ্গের প্রাণ।
আমি মানুষ,মানুষ হয়েও ব্যর্থ
চারপাশে খুঁজি শুধু নিজের স্বার্থ।
তবুও আমরা মনুষ্যজাতি জ্ঞানী
আমরাই সৃষ্টি সর্বসেরা প্রাণী।
করতে হবে এই বিশ্ব মানবতাকে রক্ষা
দিতে সকল কুৎসিত,অপকর্মের ব্যাখা
নিতে হবে তা থেকে সঠিক শিক্ষা ।
লেখক
সাব্বির হোসেন
২য় বর্ষ
ইংরেজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।