সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান

News Editor Avatar

ক্যাটাগরি :

দুই বছর আগের ঘটনা ।এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েছিলেন সাকিব। তবে ক্রিকেটে সততার সঙ্গে আপোষ করেননি টাইগার তারকা। সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন সেই প্রস্তাব। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট-আকসুর কাছে গোপন রেখেছিলেন।এটা ছিলো সাকিবের ভুল ছিল।

সাকিব ভেবেছিলেন, যখন প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তখন আর জানিয়ে বা কী হবে। নিজের এই সিদ্ধান্তই তার কাল হলো। তথ্যটি ভারত সফরের আগে ফাঁস হলো । সেই দিনের ম্যাচ পাতানোর প্রস্তাবের বিষয়টি আইসিসি জেনে ফেলেছে। আন্তর্জাতিক বিভিন্ন জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে এ ব্যাপারে তারা তথ্য উদ্ধার করে। সাকিবের সঙ্গে যিনি কথা বলেন তিনি আইসিসির কালো তালিকাভুক্ত একজন। বিষয়টি নিশ্চিতভাবে জেনে আকসু সাকিবের সঙ্গে যোগাযোগ করেন এবং সাকিবও অকপটে নিজের ভুল স্বীকার করে নেন।

বিস্তারিত আসছে….

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds