ঢাবি টুডে
বিশ্ববিদ্যালয়ের হল সমূহ খোলা হবে আগামী ১৭ মে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এ বক্তব্য প্রত্যাখ্যান করে হল খুলতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও তারা জানান।
এসময় প্রধান ফটকে তালা দিয়ে দেন কর্তৃপক্ষ। সেখানে ‘এক দফা এক দাবি, হল খুলবে ফেব্রুয়ারি’সহ নানান স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষামন্ত্রীর বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান। পরে বিকেল ৪টার দিকে একটি মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের দিকে যান শিক্ষার্থীরা।
সর্বশেষ ঢাকা , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।
এরই পরিপ্রেক্ষিতে আজ (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আর আবাসিক হলগুলো এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ মে খুলে দেওয়া হবে। এর আগে কোন শিক্ষার্থী হলে অবস্থানর করতে পারবেন না।