১ম সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১ | Class 7 Assignment Answer 1st Week 2021

১ম সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১ | Class 7 Assignment Answer 1st Week 2021

৭ম শ্রেণী এসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাওশি) এর অফিসিয়াল ওয়েবসাইট dshe.gov.bd -এ প্রকাশিত হয়েছে ১৬ মার্চ ২০২১ । ৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১। ৭ম শ্রেণীর এ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর ২০২১। Class 7 Assignment Answer 1st Week 2021. 1st Week Class 7 Bangla Assignment Answer 2021. ১ম সপ্তাহের সপ্তম শ্রেণীর এ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১ । এই ওয়েবসাইটে প্রকাশিত সব উত্তর, নমুনা উত্তর।

সাধু ভাষার বৈশিষ্ট্য

১. সাধু ভাষায় ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ । যেমন : করিয়াছি, গিয়াছি।
২. সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ। যেমন : তাহার, তাহারা, তাহাদের।
৩. অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন : হইতে, দিয়া

৪. সাধু ভাষায় তৎসম শব্দের (সংস্কৃত শব্দ) প্রয়োগ বেশি। যেমন : হস্ত, মস্তক, ঘৃত, ধৌত।
৫. উচ্চারণ গুরুগম্ভীর।
৬. সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী। এর কাঠামো সাধারণত অপরিবর্তনীয়।

উদ্দীপকের অনুচ্ছেদটি সাধু ভাষায় রচিত । অনুচ্ছেদটিতে ব্যবহৃত সর্বনাম, ক্রিয়াপদ, অবয় ও তৎসম শব্দগুলো নিম্নরূপ:

সর্বনাম শব্দঃ তাহা
ক্রিয়াঃ পাইলাম, আসিয়া, দিয়া, করিয়া, লইয়াছে।
অব্যয়ঃ সহিত, ইতোমধ্যে
তৎসম শব্দঃ সাক্ষাৎ,ক্ষুদ্র, হৃদয়

সাধু ভাষার যৌক্তিকতা নিরূপণঃ আমরা জানি, সাধু ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। অনুচ্ছেদটিতেও সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়েছে। যেমন: তাহা, আসিয়া, করিয়া ইত্যাদি। সাধু ভাষায় অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়। নির্ধারিত কাজে দেওয়া অনুচ্ছেদটিতে দিয়া অনুসর্গটি ব্যবহৃত হয়েছে। এছাড়াও অনুচ্ছেদ এ কিছু তৎসম শব্দ ব্যবহৃত হয়েছে। যেগুলো দেখে আমরা বুঝদে পারি অনুচ্ছেদটি সাধু ভাষায় লেখা হয়েছে।

অনুচ্ছেদ রচনা: স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব

৬ষ্ঠ ৭ম ৮ম ও ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট ২০২১: ১ম সপ্তাহ

২০২১ সালের ৯ম শ্রেণির ১ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট | Class 9 Assignment 1st week 2021\

ট্যাগঃ Class 7 Assignment Answer 1st Week 2021. 1st Week Class 7 Bangla Assignment Answer 2021.

সতর্কতা: এটি ৭ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ১ম সপ্তাহের একটি নমূনা উত্তর। এখান থেকে ধারণা নিয়ে প্রিয় শিক্ষার্থী, আপনি নিজের মত করে লিখে এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যথা সময়ে জমা দিবেন। অনুগ্রহপূর্বক হুহহু লিখবেন না। এই উত্তর শুধু মাত্র একটি নমূনা উত্তর। করোনাকালে সুস্থ থাকুন এই কামনা। ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *