৫ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ‘আন্দোলন’ চলবে: নুর

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,
ভিপি নুরকে ছেড়ে দেয়া হয়েছে

বুয়েট ছাত্র আবরারসহ সকল ছাত্র হত্যার বিচার দ্রুত সম্পন্ন করাসহ ৫ দাবিতে আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছে ডাকসু ভিপি নুর। সোমবার (১৪ অক্টোবর) সকালে তার নিজ ফেসবুক আইডিতে এ ঘোষণা দেন।

‘দ্য ক্যাম্পাস টুডে’এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

“নিম্নলিখিত ৫ দফার আলোকে আমাদের আন্দোলন চলমান থাকবে।এই ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।অধিকার আদায়ের এই ৫ দফা বাস্তবায়নে আমাদের সাথে থাকুন।’

‘১.দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আবরারসহ সকল ছাত্র হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

২.নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে গণরুম, গেস্টরুম ও হলে হলে ছাত্র সংগঠনের দখলদারিত্ব বন্ধ করে প্রশাসনের মাধ্যমে প্রথম বর্ষ থেকে সিট বণ্টন নিশ্চিত করতে হবে।

৩.সুস্থ ধারার রাজনীতি বিকাশে অতি দ্রুত সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

৪.ভারতের সাথে করা দেশের স্বার্থবিরোধী সকল চুক্তি অনতিবিলম্বে বাতিল করতে হবে।

৫.শিক্ষার্থী বান্ধব প্রশাসন নিশ্চিত করণে উপাচার্য সহ সকল গুরুত্বপূর্ণ পদে দলনিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিয়ে প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে।

নিজ নিজ আইডিতে এবং গ্রুপে কপি কিংবা শেয়ার দিয়ে সমগ্র দেশের মানুষের কাছে আমাদের ৫ দফা দাবি পৌছে দিন।আপনারাই আমাদের সবথেকে বড় মিডিয়া।”

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds