৭ টি সরকারি কলেজে নিয়োগ দেওয়া হয়েছে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

৭ টি সরকারি কলেজে নিয়োগ দেওয়া হয়েছে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
দ্যা ক্যাম্পাস টুডেঃ ঢাকার কয়েকটি কলেজ সহ ৭টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। কলেজগুলোর মধ্যে ৫টি কলেজে নতুন অধ্যক্ষ ও ২টি কলেজে নতুন উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এসব কলেজের নতুন অধ্যক্ষ উপাধ্যক্ষ পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।জানা গেছে, রাজধানীর সবুজবাড় সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দেয়া হয়েছে ঢাকা কলেজের অর্থনীতি বিষয়ের অধ্যাপক শামিম আরা বেগমকে। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ভূইয়া।

তিনি শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে জামাত সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন নোয়াখালীর সরকারি মুজিব কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সেতারা আক্তার।

চট্টগ্রামের সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের হিসাববিজ্ঞান বিষয়ে অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া। আর নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ জাহান আরা বেগম।

এদিকে রাজধানীর ইডেন মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের গণিতের উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী বেগম। বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের নতুন উপধ্যক্ষ হয়েছেন একই কলেজের ইতিহাসের অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ।

এদিকে পিআরএলে যাচ্ছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব মো. আমিনুল হক সরকার। তাকে পিআরএলে গমনের সুবিধার্থে দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *