ক্যাম্পাস টুডে ডেস্কঃ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা কোন পদ্ধতিতে হবে সে জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। সে কমিটির প্রস্তাবনা অনুযায়ী ২৭ মে পরীক্ষার পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে গত বছরের ৩১ মার্চ থেকে অনলাইনে ক্লাস করে দুটি সেমিস্টার শেষ করেছেন শিক্ষার্থীরা। করোনাকালে সরাসরি স্নাতক (সম্মান) শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা নেওয়া শুরু হলেও তা শেষ করা সম্ভব হয়নি।
করোনা পরিস্থিতিতে তাই দীর্ঘদিন ধরে আটকে থাকা বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে শেষ করতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একাডেমিক কাউন্সিলে সে সিদ্ধান্তই নেওয়া হয়েছে।