ধর্ষণের প্রতিবাদে জবি’তে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

 

জবি প্রতিনিধি


খাগড়াছড়িতে আদিবাসী প্রতিবন্ধী নারীকে গণধর্ষণকারীদের এবং সিলেটের এম সি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষনের সাথে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিক্ষোভ মিছিল শেষে জবি ছাত্রদল নেতারা বলেন সিলেট এম সি কলেজে ধর্ষনের ঘটনায় জড়িত সবাইকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

এছাড়াও পুরোদেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জড়িত সকলকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ এম সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক মিলাদ উদ্দীন ভূঁইয়া, জবি ছাত্রদল নেতা আজিমুল হাসান চৌধুরী, তাহসান রেজা, খোরশেদ আলম রকি,শামিম হোসেন, নাসির উদ্দিন ঢালী, কাজী জিয়া উদ্দীন বাসেত, শরিফ উদ্দিন, হোসেন আলী, জাফর আহমেদ, রাশেদ বিন হাসিম, সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ,রাশেদুল ইসলাম রাহাত সহ আরো অনেকে।

Scroll to Top