বিশ্ববিদ্যালয় না খোলার ইঙ্গিত

ক্যাম্পাস টুডে ডেস্ক

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ফেব্রুয়ারিতে আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় ও ১৭ মে থেকে হলগুলো খুলে দেওয়ার ঘোষণা দেয় সরকার। এর আগেই আবাসিক হলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু ঘোষণার দুই মাস পার হলেও এখন পর্যন্ত টিকা পেয়েছেন হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী।

এরই মধ্যে টিকার সংকটে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে গেছে। অথচ দেশে এখন প্রত্যাহিক সংক্রমণ ও মৃত্যুর হার ফেব্রুয়ারির চেয়ে অনেক বেশি। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় ও হল খোলার তারিখ পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

আজ বুধবার সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ভর্তিসংক্রান্ত বৈঠক রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টিও আলোচনা করা হবে।

বর্তমানে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে হলে থাকেন মোট এক লাখ ৩০ হাজার শিক্ষার্থী। শিক্ষক আছেন প্রায় ১৫ হাজার। যাঁদের ২৪ মের আগে টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী টিকা পেয়েছেন টা কারোরই জানা নেই।

শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন আমাদের জানান, ‘আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েছে, তাদের অনেকেই টিকা নিয়েছে বলে জেনেছি। আগামী আরো এক সপ্তাহ আমরা পরিস্থিতি দেখব।”

Scroll to Top