৪র্থ সপ্তাহ : ৬ষ্ঠ শ্রেণি বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১

৬ষ্ঠ শ্রেণি ৪র্থ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট ২০২১ – Class 6 Science Assignment 4th Week 2021. এসাইনমেন্ট কার্যক্রম সাময়িক বন্ধ থাকার পর ২৩ মে তারিখে ৪র্থ সপ্তাহের ৬ষ্ঠ ৭ম ৮ম ও ৯ম শ্রেণির এসাইনমেন্ট ২০২১ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (dshe.gov.bd)।

আজ ৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট নিয়ে আলোচনা করা হবে। ৪র্থ সপ্তাহের এসাইনমেন্টের নমুনা সমাধান বা নমুনা উত্তর এখানে দেয়া হয়েছে।

৬ষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট সমাধান ২০২১ – ৪র্থ সপ্তাহ – Class 6 Assignment Answers – 4th week

৪র্থ সপ্তাহ ৬ষ্ঠ শ্রেণি বিজ্ঞান এসাইনমেন্ট/ নির্ধারিত কাজ:

তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখ।
১. পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়
২. এটি ঘরের কতটুকু জায়গা (আয়তন)। দখল করেছে তা বের কর।
৩. পড়ার টেবিল যে আয়তনের জায়গা। দখল করে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরবে তা যৌক্তিক কারণসহ ব্যাখ্যা কর।

নিচে ৬ষ্ঠ শ্রেণি ৪র্থ সপ্তাহ এর এসাইনমেন্ট বিজ্ঞান এর নমুনা উত্তর দেওয়া হলো। এখান থেকে সহযোগিতা নিয়ে তোমাদের এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ করতে পার। তবে এই লেখা বা নমুনা উত্তর হুবুহু তোমার এসাইনমেন্টে লিখে স্কুলে জমা দিবে না। শুধু মাত্র এই এসাইনমেন্টের উত্তর লেখার সুবিধার্থে দেওয়া হলো-

নিম্নে আমি আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার পরিমাপ একটি সেন্টিমিটার স্কেলের সাহায্যে মেপে উপস্থাপন করলাম।

আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১৫০ সেন্টিমিটার,
আমার পড়ার টেবিলের প্রস্থ = ৯০ সেন্টিমিটার
এবং আমার পড়ার টেবিলের উচ্চতা = ৮০ সেন্টিমিটার।

উওর-১: আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১৫০ সেন্টিমিটার;
টেবিলের প্রস্থ = ৯০ সেন্টিমিটার।

আমরা জানি, ক্ষেত্রফল = (দৈর্ঘ্যxপ্রস্থ) বর্গ একক।
তাহলে, আমার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে (১৫০x৯০) বর্গ সেন্টিমিটার = ১৩৫০০ বর্গ সেন্টিমিটার।
সুতরাং আমার পড়ার টেবিলের পৃষ্ঠের নির্ণেয় ক্ষেত্রফল = ১৩৫০০ বর্গ সেন্টিমিটার। (উত্তর)

উত্তর-২ : আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য = ১৫০ সেন্টিমিটার,
টেবিলের প্রস্থ = ৯০ সেন্টিমিটার,
টেবিলের উচ্চতা = ৮০ সেন্টিমিটার

আমার পড়ার টেবিল ঘরের ভেতরের যেটুকু জায়গা দখল করবে সেটাই হবে তার আয়তন।

আমরা জানি, আয়তন = (দৈর্ঘ্যxপ্রস্থ×উচ্চতা) ঘন একক।
সুতরাং আমার পড়ার টেবিলের আয়তন= (১৫০x৯০x৮০) ঘন সেন্টিমিটার।
= ১০৮০০০০ ঘন সেন্টিমিটার।

উত্তর : এটি ঘরের ১০৮০০০০ ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে।

উত্তর-৩ : ২ নং থেকে পাই আমার পড়ার টেবিলটি ঘরের ১০৮০০০০ ঘন সেন্টিমিটার জায়গা দখল করেছে।

প্রশ্নমতে, সমআয়তন পাত্রের আয়তন ১০৮০০০০ ঘন সেন্টিমিটার।
ওই পাত্রে যেটুকু পানি ধরবে তা ওই পাত্রের আয়তনের সমান হবে।

আমরা জানি, ১০০০ ঘন সেন্টিমিটার পানির আয়তন ১ লিটার ।
সুতরাং, ১০৮০০০০ ঘন সেন্টিমিটার পানির আয়তন =(১০৮০০০০ ÷ ১০০০) লিটার।
=১০৮০ লিটার।

উত্তর : পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে সেই আয়তনের একটি পাত্রে ১০৮০ লিটার পানি ধরবে।

দেশের ক্যাম্পাস তথা শিক্ষা ভিত্তিক অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

৪র্থ সপ্তাহ : ৭ম শ্রেণি চারু ও কারুকলা এসাইনমেন্ট ২০২১

৭ম শ্রেণি ৪র্থ সপ্তাহ এর এসাইনমেন্ট চারু ও কারুকলা। করোনার কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এসাইনমেন্ট এর মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম পুনরায় শুরু করেছে। সে লক্ষ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট পুনর্বহাল এবং ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে।

৭ম শ্রেণি ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা সপ্তম শ্রেণির চারু ও কারুকলা পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় থেকে ৪র্থ সপ্তাহের ১ম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম: এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম : প্রথম অধ্যায়

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু: পাঠ: ২ পাঠ: ৩

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ: চারু ও কারুকলা জীবন যাপনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে- ব্যাখ্যা কর।

নির্দেশনা: পাঠ্যপুস্তক/ পারিপার্শ্বিক অনুষঙ্গ প্রয়োজনবোধে ইন্টারনেটের ব্যবহার।

নিচে ৭ম শ্রেণি ৪র্থ সপ্তাহ এর এসাইনমেন্ট বিজ্ঞান এবং চারু ও কারুকলা এর নমুনা উত্তর দেওয়া হলো। এখান থেকে সহযোগিতা নিয়ে তোমাদের এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ করতে পার। তবে এই লেখা বা নমুনা উত্তর হুবুহু তোমার এসাইনমেন্টে লিখে স্কুলে জমা দিবে না। শুধু মাত্র এই এসাইনমেন্টের উত্তর লেখার সুবিধার্থে দেওয়া হলো-

৭ম শ্রেণি ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট চারু ও কারুকলা এর উত্তরঃ- চারুকলা একটি মানবীয় ক্রিয়া , যা দ্বারা সজ্ঞানে কতিপয় বাহিক প্রক্রিয়া দ্বারা নিজের মনের অনুভূতি বা কোন ভাবকে এমনভাবে অপরের নিকট পৌছে দেয় , যে অপরের মন সেভাবে সংক্রমিত হয় তা উপলব্ধি করতে পারে।

অন্যদিকে ” যে কলা বা শিল্প প্রধানত দৈহিক ও ব্যবহারিক চাহিদা মেটানোর সঙ্গে আনন্দদান করে ,তাকে কারুকলা বলে।

আর এই চারু ও কারুকলা জীবনকে সুন্দর ও রুচিশীল করে তোলে। সাহায্য করে সমাজকে সুন্দরভাবে গড়তে। কেননা এর ফলে মানুষ মনের আনন্দের পাশাপাশি বেঁচে থাকার জন্য সৃজনশীল চিন্তা ভাবনা দ্বারা বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তুলে। এছাড়াও চারু ও কারুকলা জ্ঞানসম্পন্ন ব্যক্তির মধ্যে সবসময় উন্নত চিন্তাভাবনা থাকায় সে খুব রুচিশীল হয়।

ফলে তার রুচিশীল কাজ সবাই পছন্দ করে এবং তার এই কারুকাজ দ্বারা আর্থিকভাবে লাভবান হয় , তার জীবন হয় সুন্দর ও স্বচ্ছল। আর এর প্রভাব পড়েমুন্দর সমাজ গঠনে। কেননা সমাজের লোকজন তার কাজ বা রুচিশীল কর্মকান্ডদ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে সোচ্চার হয়। এছাড়াও কারুকাজ দ্বারা সমাজে বিভিন্ন নকশা , ছবি তৈরীর মাধ্যমে সমাজে ছোট বাচ্চা এবং কিশোরদের সৃজনশীল হওয়া এবং সেভাবে নিজেকে প্রস্তুত করার কাজ সম্ভব হয়।

উন্নত রুচিবোধে থাকায় সমাজে সবাই পরিপাঠী থাকে ফলে সমাজে অরাজকতা , বিশৃঙ্খলা এবং অপরিচ্ছন্নতার সৃষ্টি হয় না। ফলে সমাজ হয়ে উঠে অনেক সৃজনশীল , গতিশীল এবং আধুনিক রুচিসম্পন্ন যা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রেরণা জোগায়। তাই আলোচনা শেষে সহজেই বলা যায় যে , চারু ও কারুকলা যেমন ব্যক্তি জীবন সুন্দর ও রুচিশীল করে গড়ে তোলে তেমনি সাহায্য করে সমাজকে সুন্দর ও সঠিকভাবে সাজাতে।

দেশের ক্যাম্পাস তথা শিক্ষা ভিত্তিক অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১ | Class 8 Assignment 2021

সকল সপ্তাহের অষ্টম শ্রেণীর এ্যাসাইনমেন্ট ২০২১ | ৮ম শ্রেণির এসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dshe.gov.bd -এর প্রকাশ করা হয়েছে । আগামী ২০ মার্চ ২০২১ তারিখ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া কার্যকর হবে। ১ম সপ্তাহ ৮ম শ্রেণি বাংলা এসাইনমেন্ট ২০২১ । Class 8 Assignment Question and Answer 2021. Class 8 Bangla Assignment Answer 2021.

এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-১
অধ্যায় ও অধ্যায়ের শিরোনামঃ গদ্য (গল্প)
বিষয়বস্তুঃ পড়ে পওয়া- বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ফেস-স্টাডিঃ রিনা ও মলি স্কুলে নতুন বি আনতে গিয়েছে। বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুল মাঠে একটি দামি মোবাইল ফোন পেল। তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে। তারা সিদ্ধান্ত নেয় যে, ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দিবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে, সেই ধাপসমূহের বর্ণনা ।

৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট উত্তর ২০২১

মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ার বিভিন্ন ধাপসমূহের নিম্নে তুলে ধরা হলো-

প্রথম ধাপ : স্কুলের যদি প্রচারণার জন্য মাইক থাকে তাহলে সেই মাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে হবে- ‘একটি হারানো বিজ্ঞপ্তি, স্কুলের মাঠে একটি ফোন পাওয়া গিয়েছে। যথাযথ তথ্য সাপেক্ষে স্কুলের অফিস কক্ষ থেকে ইহার মালিককে ফোনটি গ্রহণ করার জন্য বলা যাচ্ছে।’ আর যদি মাইক না থাকে তাহলে সবার উদ্দেশ্যে তা উচ্চকণ্ঠে বলতে হবে।

দ্বিতীয় ধাপ : প্রত্যেক ক্লাস রুমে গিয়ে বলতে হবে- ‘আমরা একটি ফোন পেয়েছি। কারো ফোন হারিয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যথাযথ তথ্য সাপেক্ষে ইহার মালিককে ফোনটি দেওয়া হবে।’

তৃতীয় ধাপ : জানানো যে, “আমরা একটি ফোন পেয়েছি। কেউ ফোন খুঁজলে আমাদের কথা বলবেন যে, আমরা ফোনটি পেয়েছি। যথাযথ তথ্য সাপেক্ষে তাকে আমরা ফোনটি দিয়ে দিব।

চতুর্থ ধাপ : ফোনের নম্বর বের করে তার ফোনের মালিক। নিকটতম লোকের নম্বর বের করে তাকে ফোন দিয়ে জানতে হবে যে, ‘এই ফোনটি কার তার সঠিক পরিচয় নেওয়া।

পঞ্চম ধাপ : এলাকার দেওয়ালে পোস্টার মেরে মানুষকে জানিয়ে দেওয়া যে, ‘একটি ফোন পাওয়া গিয়েছে। যথাযথ তথ্য সাপেক্ষে ফোনটির মালিককে ফোনটি দেওয়া হবে।

ষষ্ঠ ধাপ : প্রধান শিক্ষককের কাছে ফোনটি জমা দেওয়া এবং স্যারকে বলা যে, আমরা এটি কুড়িয়ে পেয়েছি। কেউ খোঁজ করলে যাচাই করে ফোনের মালিককে দয়া করে ফোনটি দিয়ে দিবেন।

সপ্তম ধাপ : ফোনটি নিকটতম থানায় জমা দেওয়া। যাতে তারা আসল মালিককে সনাক্ত করে ফোনটি দিয়ে দিতে পারে।

আসল মালিক চেনার জন্য তাকে কয়েকটি প্রশ্ন করতে হবে। যথা-

মোবাইল ফোনটি কোন রঙের?
ফোনটি কোন মডেলের?
ফোনে থাকা সিমের নম্বরটা বলেন?

এই প্রশ্নগুলের সঠিক উত্তর দিতে পারলে তাকে ফোনটি দিয়ে দেওয়া যাবে।

সতর্কতা: এটি ৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট ১ম সপ্তাহের একটি নমূনা উত্তর। এখান থেকে ধারণা নিয়ে প্রিয় শিক্ষার্থী, আপনি নিজের মত করে লিখে এসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যথা সময়ে জমা দিবেন। অনুগ্রহপূর্বক হুহহু লিখবেন না। এই উত্তর শুধু মাত্র একটি নমূনা উত্তর। করোনাকালে সুস্থ থাকুন এই কামনা। ধন্যবাদ।