ইন্দোরে বাংলাদেশকে অনুশীলনে বাধা দেওয়ায় চটেছে ভেট্টোরি

thecampustodaycouc Avatar

ক্যাটাগরি :

খেলাধুলা টুডে: বাংলাদেশ-ভারতের মধ্যেকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ তিন দিনে শেষ হয়ে যাওয়ায় ইন্দোরে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। অনুশীলনের সময় মাঠের সেন্টার উইকেটে বাংলাদেশ করতে চাইলে অনুশীলনে বাধা দেয় মাঠ কর্তৃপক্ষ। এতে বেজায় চটেছে বাংলাদেশের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

ইন্দোরে সেন্টার উইকেটে ভারতীয় দলকে অনুশীলন করতে দিলেও বাংলাদেশ দলকে অনুশীলন করতে দেওয়া হয়নি। ভারত ও বাংলাদেশ দুই দলই হলকার স্টেডিয়ামে অনুশীলন করে। এ সময় ভারতীয় ক্রিকেটাররা সেন্টার উইকেটে অনুশীলন করেন। বাংলাদেশ দলও প্র্যাকটিস সেশনে সেন্টার উইকেটে অনুশীলন করতে চাইলে বাধা দেয় মাঠ কর্তৃপক্ষ ।

বাংলাদেশকে ম্যাচের পিচ না দেওয়ায় যথারীতি ক্ষুব্ধ হয়ে ওঠেন ভেট্টোরি। স্টেডিয়াম যে কর্মকর্তা ম্যাচের পিচ দিতে অস্বীকৃতি জানান, তাকে আইসিসির সমান সুযোগ-সুবিধা দেওয়ার নিয়মের কথাও নাকি মনে করিয়ে দেন ভেট্টোরি। তবে সেই কর্মকর্তাও পাল্টা জবাবে বলেন, ম্যাচ শেষ হয়ে গেছে, তাই এখানে আইসিসিরও কিছু করার নেই,তাই তাদের সিদ্ধান্তই মেনে নিতে হবে।’

দ্য ক্যাম্পাস টুডে

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds